সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ পূর্বাহ্ন | জেলার খবর
সালথা (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাব আকবর চৌধুরী লাবুর সহধর্মীনি শাহানাজ খান।
এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য শফিউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন সালথা উপজেলা মসজিদের খতিব মুফতি মফিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান।